আধার এখনো আধারেই করে খেলা।
চিন্তায় ভেসে কেটে যায় যত বেলা।
কাটে না ভয় তো,
আসেনা জয়ের মালা।
জয় পেতে গিয়ে সাঙ্গ জীবন ভেলা।
সুবিচার করি সুবিচার খুঁজি,
সব কিছু বুঝি সব কিছু বুজি,
বুঝিনা নিজের বেলা।
অপরাধ করি নিজ ঘর সাজি,
করি রং নিয়ে মেলা।
এখরো আধার কমলার বনে বনে,
ভয় হয় সে তরুনীর পথ চলা।
খপ্পরে পড়ে বলি দিতে দেখি গলা।