গায়ের মেয়ে স্বপ্ন নিয়ে,
যাচ্ছে হেটে ইস্কুলে।
অনেক বড় চাকরি নিবে,
সুনাম নিয়ে পাশ দিলে।
সেই আশাতে নিত্য দিনই,
পড়তে বসে প্রাণ খোলে।
মন দিয়ে সব পড়ছে নিতুই,
দুঃখ ব্যাথা সব ভুলে।
হঠাৎ শুনি এই মেয়েটি
অনেক ভালো ফল করে।
এগিয়ে যাবে স্বপ্ন দেখে,
সফলতার পথ ধরে।
গায়ের মেয়ে যাই শহরে,
পড়াশোনায় মন দিয়ে
অনেক বড় হয়েছে সে,
দেশের মুখ উজ্জ্বল করে।
গ্রামে ফিরে সবার সাথে,
হৃদয় দিয়ে সব শোনে।
তার খুশিতেই গ্রাম বাসীরা,
অনেক পাওয়ার বীজ বুনে।