→ ভাষা আন্দোলন
খাদিজা আক্তার

শুনেছিলাম আমি মায়ের মুখে
ভাষা আন্দোলন এর কথা,
মুখ বুঝে কত মা জননী
শয়ে গিয়েছিলো ব্যাথা।

রাজপথ ছিলো রক্তে লাল
তবুও ছাড়েনি বাঙালিরা হাল
ছেলে হারানোর হাহাকার যেনো
আজও হৃদয়ে গাঁথা।

চালিয়ে গুলি ঝরিয়েছিলো হায়
কতো শত তাজা প্রাণ,
সেই তাজা প্রাণের বিনিময়ে আজ
বাংলা ভাষা অম্লান।

সালাম,বরকত,রফিক,জব্বার
নেমেছিলো রাজপথে,
তোমাদের এই সাহসিকতার
আজও করি সম্মান।

ভুলিনি সে দিন ভুলিনি আজও
তোমরা যে ভুলার নয়,
জীবন দিয়ে করেছো তোমরা
বাংলা ভাষার জয়।