→ শরতের শুভ্রতা
খাদিজা আক্তার

লাগিল জাফরানি রং শিউলি ফুলে
শুভ্র চাদর বিছিয়ে দিয়েছে কাশফুল নদীর কূলে,
শরতের শিশির ভেজা সকাল
শিউলির ঘ্রানে মন করে তুলে মাতাল।

শরতের শান্ত, নিবিড়,স্নিগ্ধ, কোমল আগমন
স্বল্প পানির বুকে শাপলার পাগল করা বিচরণ,
এ যেন প্রেয়সীর হৃদয়কাড়া হাসির প্রতিচ্ছবি
নদীর তীরে হাওয়ায় দুলছে কাশফুল রাশি রাশি।

আকাশে ছুটে চলেছে পেঁজা তুলোর মতো
তুলতুলে সাদা মেঘের ভেলা,
তারি মাঝে মন মাতিয়ে
পাখিরা ডানা মেলে করছে খেলা।

প্রকৃতিপ্রেমী হারিয়ে যেতে চায়
কাশবনের নিবিড় শুভ্র কায়ায়,
শরতের প্রতিটি ভোর শান্ত মোহময়
নানান ফুলের সমারোহ মন করে নেয় জয়।