→ সংকল্প
খাদিজা আক্তার

ইচ্ছে করে পাখির মতো
আকাশ পানে উড়তে
যখন তখন খেয়াল খুশি
দেশ-বিদেশে ঘুরতে।

ইচ্ছে করে শিকল ভেঙে
মুক্ত হয়ে বাঁচতে
ছোটবেলার মতো করে
হেলে দুলে নাচতে।

ইচ্ছে করে সবুজ শ্যামল
মাঠের পিছে ছুটতে
শিশির ভেজা ঘাসের ওপর
গা এলিয়ে লুটতে।

ইচ্ছে করে বকুল তলায়
বসে গাঁথি মালা
পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে
কানামাছি খেলা।

ইচ্ছে করে নদীর পাশে
একলা বসে থাকি
মনের মতো রং সাজিয়ে
গ্রামীণ ছবি আঁকি।