→ শৈশব
খাদিজা আক্তার
শৈশব আমার কাটতো ভালো
হরেক রকম খেলায়
মাটির যতো খেলনা ছিলো
কিনতে যেতাম মেলায়।
শৈশব আমার রঙিন ছিলো
ছিলাম অনেক পাজি
খেলায় যদি হেরে যেতাম
ধরতাম আবার বাজি।
প্রভাত বেলায় ঘুমের ঘোরে
আম্মু দিতো তুলে
পড়তে যেতে হবে তোমায়
মক্তবে যাও চলে।
বিকেল হলেই ছুটে যেতাম
যতোই থাকুক বারণ
খেলতে যেতে হবে আমায়
এটাই ছিলো কারণ।
ফেলে আসা আমার যতো
ছিলো ভালো সুদিন
শৈশব আমার ছিলো ভালো
ছিলো যে বেশ রঙিন।