→ স্বাধীনতা তুমি
খাদিজা আক্তার


স্বাধীনতা !
তুমি অর্জিত বাঙালির বুকের তাজা রক্তের বিনিময়ে
তুমি এসেছিলে শত মায়ের হাহাকার, অশ্রুর বিনিময়ে
বায়ান্ন এর ভাষা আন্দোলন একাত্তরের যুদ্ধ
বিজয়ের তিপান্ন পেড়িয়ে ও বাঙালি হয়নি মুক্ত।

স্বাধীনতা !
তুমি আবার রুপ নিলে চব্বিশ এ এসে ভয়ংকরী হয়ে
শোষিত শাষকের কবলে পড়ে দিলে রক্তের বন্যা বইয়ে
যদি রক্তই ঝড়াবে এতো তবে কেনো এই স্বাধীনতা
প্রতিটি ঘরে কেনো তবে আজ শোক ও কাতরতা।

স্বাধীনতা !
তুমি আসবে বলে বুক পেতে দিলো আবু সাঈদ ভাই
ওয়াশিম, রাফি, মীর মুগ্ধের মতো সাহসি কোথাও নাই
একে একে শত ছাত্র জনতা নেমে আসে রাজপথে
ছিনিয়ে আনবেই ফের স্বাধীনতা পণ করে হাতে হাতে।

স্বাধীনতা !
তুমিতো এসেছো গুম,খুন আর শত বুক খালি করে
তবে কি আজ বাঙালি জাতি মুক্ত তোমার তরে
তুমি বেঁচে থাকো বাংলার বুকে হয়ে চির প্রশান্ত
এইবার তবে দশক পেড়িয়ে হয়ে যাও তুমি ক্ষান্ত।