→ রিমঝিম বৃষ্টি
খাদিজা আক্তার
বৃষ্টি পরে টাপুর টুপুর
আমার টিনের চালে
রিমঝিম শব্দ তুলে যেনো
হৃদয় বীণা দুলে।
হলদে ডানার একটি পাখি
বড়ই গাছের ডালে
শান্ত, শীতল বৃষ্টি ধারায়
দুলছে তালে তালে।
মেঘমালারা বৃষ্টি হয়ে
ক্ষণে ক্ষণে ঝড়ে
মাঠে ঘাটে ঢেউয়ের খেলা
শাপলা বিলের পারে।
বৃষ্টি নামুক আমার ঘরে
বৃষ্টি নামুক বনে
মেঘ ভাসলেই রবের কথা
জাগে আমার মনে।