প্রিয়জন
খাদিজা আক্তার

তীব্র রোদ ও ছায়া লাগে তুই তাকালে হায়
একটু পরশ পেলেই আমার হৃদয় গলে যায়
তুই যে আমার দুচোখ ভরা আধার রাতের আলো
তুই না থাকলে চাঁদের আলোও লাগে ভীষণ কালো।

স্বপ্ন বুনি হাজার রকম নিজের মতো করে
ছেড়ে যাওয়ার ভয়ে আমার অশ্রু হিয়ায় ঝরে
আমার কাছে তুই যে ঐ নীল আকাশের তারা
তোর জন্য আমি পাগল হই যে দিশেহারা।

তোকে নিয়ে হারিয়ে যাবো অচেনা এক দেশে
যেই দেশেতে সবাই আপন করবে মোদের হেসে
যেই দেশেতে থাকবে না তো কোনো দ্বিধা ভয়
তুই আর আমি আমরা দুজন করবো প্রেমের জয়।

তোকে নিয়ে দেখবো আকাশ দেখবো শত নদী
শেষ অবধি আমার সাথে থাকতে হয় রে যদি
একই সাথে একই পথে হাতে হাতটি রেখে
হাটবো দুজন বাহবা দিবে প্রকৃতি তা দেখে।

বৃদ্ধ হবো একই সাথে থাকবো পাশাপাশি
অতীত স্মৃতি স্মরণ করে করবো হাসাহাসি
ছাড়বো না কেউ হাতটি কারো হবো না কেউ পর
ছোট ছোট স্বপ্ন নিয়ে বাঁধবো সুখের ঘর।