→ অহমিকা
খাদিজা আক্তার
মানুষের এক বড় ব্যাধি আছে বিদ্যমান
বেশি কিছু পেয়ে গেলে থাকে না হুশ-জ্ঞান
ধ্বনি-গরীব, ছোট -বড় কাউকে মানে না
অহমিকা যেনো তার পিছুই ছাড়েনা।
টাকার পাহাড় গড়ে কলুসিত অন্তরে
আঘাতে করে যে ক্ষত কত শত মন
কখনো বা রুপ নিয়ে, কখনো বংশ নিয়ে
অহংকার করতে থাকে শুধু প্রতিক্ষন।
ধ্বনি- গরীব নির্বিশেষে অহমিকা দূরে ঠেলে
সুশীল সমাজ গড়ার করে নিয়ে পণ
ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক হয়ে
শুরোভিত হৃদয় নিয়ে বাঁচো সারাক্ষণ।
যে হৃদয়ে থাকেনা ঈর্ষার কোনো ছাপ
প্রভাব ফেলেনা কোনো হিংসার কালো
যে হৃদয় থাকে সদা লিপ্ত প্রভুর প্রেমে
হিদায়াতের নূর নিয়ে ছড়িয়ে দেয় আলো।