→ নফস
খাদিজা আক্তার
বার বার হেরে যাই,শুধরাবো বলে তাই
নফসের কাছে ফের ফিরি কেনো জানা নাই।
দুনিয়ার বেড়াজালে নফসের প্রেমে পড়ে
রবের যে ভালোবাসা আমরা জলে ফেলাই।
ইবলিশ দেয় ধোঁকা, আমিও যে বড় বোকা
নিজের স্বার্থে আমি রোজ রোজ লড়ে যাই।
ঠকে যাই প্রতিবার, বুঝে না যে মন আমার
অননুতপ্ত হয়ে আমি নিভৃতে কেদে যাই।
শোক,দুঃখে পড়লেই স্মরে যাই প্রভুকে
আনন্দ উল্লাসে মিশে থাকি আমিতে,
এ কেমন ভালোবাসা আত্নারও মিল নাই
ঈমানি শক্তি দাও প্রভু আমায়,
করতেই পারি যেনো নফসের বিরুদ্ধে লড়াই।