→ মা,মা,মা
খাদিজা আক্তার


প্রীতি-স্নেহের, বিশাল আকাশ থাকে হয়ে ছায়া,
মায়ের মতো কেউ করেনা আমায় এতো মায়া।

মা যে আমার ঘুমের ঘোরে ঊম জড়ানো গা,
আমার জন্যে জান্নাত যে মায়ের ঐ দুটি পা।

দুঃখ, সুখের অনুভূতিগুলো বদলায় প্রতিদিন
মায়ের স্নেহ, মায়া,মমতার শুধ হবেনা ঋণ।

মা আমার প্রথম শিক্ষক প্রথম প্রশিক্ষক
রবের পরে মা'ই আমার দ্বিতীয় রক্ষক।

মা'ই আমার হাসি - কান্না, মা'ই আমার সব
মা কে আমার শ্রেষ্ঠ সম্পদ করে দিলেন রব।

মা যে আমার হৃদয় পটে খুশবো মাখা আতর
মায়ের সঙ্গ না পেলে যে হয়ে যাই আমি কাতর।

মা যে আমার দুঃসপ্নের মাথায় রাখা হাত
মা'ই আমার ছোট্ট পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত।