→ কবর
খাদিজা আক্তার

আমারও জীবন ফুরিয়ে যাবে হবো যে কবরবাসি
কাফনে মুড়ে লাস হয়ে যাবো কাদবে প্রতিবেশী
কাদবে আমার আপনজন আর ঝরবে অশ্রু জল
আমার মায়ের দুটি আখি করবে যে ছলছল।

মানুষ আমায় বলবেনা কেউ বলবে শুধুই লাশ
প্রাণপাখিটা উড়ে গিয়ে করবে দুঃখ বিলাস
যেতে হবে দুনিয়া ছেড়ে মৃত্যুর বোরাকে
প্রিয় দেহটি পরিণত হবে মাটির খুরাকে।

সাড়ে তিন হাত মাটির নিচে হবে বসতবাড়ি
কেও দিবেনা আমার সাথে কবর দেশে পারি
চাওয়া -পাওয়া থেমে যাবে ছুটবেনা আর ভেলা
স্বপ্ন গুলোও নিজের মতো করবে না আর খেলা।

জীবন থাকতে যতো পারো ইবাদাতে রও
নেক কাজকে আকড়ে ধরে রবের প্রিয় হও
কবরের কথা ভাবো বিচার দিনের মাঠ
কাফনের আবরণে লাশবাহি খাট।

চারজনেতে বহন করে নিবে আমায় কাধে
রেখে আসবে একা করে খবরও নিবে না যে
থাকবে পড়ে নিথর দেহ অন্ধকার কবরে
রবের শানে করলে ইবাদাত আলো দিবে আঁধারে।