কবির ছন্দ
খাদিজা আক্তার
ছন্দতালে অন্তমিলে
লিখে শত কবি
দেশ ও দশের চিত্র ধরে
ধারণ করে সবই।
কবির ভাষায় ফুটে উঠে
গ্রাম বাংলার ছবি
ফুটে উঠে তারই সাথে
প্রভাত ফেরীর রবি।
কবির ছন্দে তালে তালে
হৃদয় নেচে উঠে
সে খুশিতে বাগান জুড়ে।
হাসনাহেনা ফুটে।
সবুজ শ্যামল মাঠের দৃশ্য
কবির ছন্দে ভাসে
কেমন করে ঘাসের ফাঁকে
নীল ফুলেরা হাসে।
কবির লেখা সব কবিতা
ছন্দ তালে তালে
পাঠক মনে সৃষ্টি করে
তৃপ্তি মায়ার জালে।