কেউ থাকে না স্বার্থ ছাড়া
খাদিজা আক্তার


বন্ধু সেরা থাকে যে জন
জনম জনম এক সাথে
বিপদ আপদ মুছিবতে
ছেড়ে যায় না দিন রাতে।

অসময়ে সর্ব আপন
দুঃখের দিনে থাকবেনা
দুঃখের দিনে ডাকবে পাশে
সুখের দিনে রাখবে না।

বন্ধু ভেবে যাকে আমরা
হৃদয় উঝাড় করে দেই
সময় বুঝে স্বার্থ খুঁজে
নিজকে আড়াল করবে সেই।

স্বার্থ ছাড়া একই পথে
কেউ তো সাথে হাঁটবে না
হোঁচট খেয়ে থমকে গেলে
বন্ধুও হাত ধরবে না।

একটা সময় দেখবে শুধু
বন্ধু মানে স্বার্থপর
তারাই পিঠে মারবে ছুরি
আড়াল হয়ে জীবন ভর।