হিংস্রের কালো হাত
খাদিজা আক্তার

আর কতকাল কাটলে পরে বন্ধ হবে বল?
হায়েনাদের এই আত্নলিপ্সা লোভ লালসার জ্বল!
স্বস্থির নিঃশ্বাস ফেলবে কবে মায়েরা?
কবে তবে মায়ের চোখ বেয়ে ঝড়বে না অশ্রু!
তোরা কি মানুষ হবি না জানোয়ারের দল?
শিশুরা ও আজ নিরাপদ নয়,
তোদের হিংস্র কালো হাত থেকে
তোদের কি নেই মানুষ হবার একটু ও মনোবল?