গনহত্যা ২০২৪
খাদিজা আক্তার

যুগে যুগে জানি কত প্রান গেলো
পড়ছি ইতিহাসে
২৪এ তা ফের রুপ নিলো
শোকাবহ জুলাই মাসে

স্বৈরাচারীর ভয়াল থাবায়
কতো প্রান গেলো ঝড়ে,
দশক পরেও কালো রাত যেনো
দেখেছি বাংলাদেশে।

হিসেব ছাড়াই মরলো মানুষ
তাদের ব্যাথায় উড়লো ফানুস
হায়েনারা করলো আনন্দ বিলাস
সুখের হাসি হেসে।

মায়ের চোখে অশ্রু ঝরে
বাবারও মানে না মন,
গনহত্যায় হারিয়ে গেলো
কতো যে আপন জন।

ইতিহাসে এক কলো রাএি
হয়ে থাকবে এই মাস
রক্তে ভেজা জুলাই মাসে
জাতি ফেলবে দীর্ঘশ্বাস।