→ ফাঁকা বুলি
খাদিজা আক্তার

ভাবছো তুমি জিতে গেলে
ফাঁকা বুলির ছলে
কথায় কাজে অমিল রেখে
যাচ্ছ কথা বলে।

যাদের তুমি দিচ্ছো ফাঁকি
একটু একটু করে
নিজের ক্ষতিই করছো নিজে
বুঝবে তুমি পরে।

যতোই করো ফাঁকিবাজি
লাভ হবেনা কিছুই
কেমন করে যুঝবে তখন
ভাবতে হবে নিতুই।

অল্প অল্প করেই বাড়ে
মন্দ কাজের পাহাড়
যেথায় তুমি দেখবে শুধু
ফাঁকিবাজির বাহার।

নিজের ভালো করতে তুমি
ফাঁকিবাজি করছো
বুঝবে কি আর দিনে দিনে
পাপের পাহাড় গড়ছো।