দূরের পথ
খাদিজা আক্তার

সব ছেলেরা দিন শেষে মা
মায়ের কোলে ফিরে
আমি থাকি দূর বহু দূর
হয়না ফিরা নীড়ে।

আমারও তো পড়া শেষে
ফিরতে মন চায় বাড়ি
চাইলে কি আর ফিরতে পারি
পথ যে ভিষণ ভারি।

তুমিও কি আমার মতো
ভাবো আমার কথা
গহন ব্যাথায় তুুমারও কি
বুক জুরে হয় ব্যাথা।

আমারও তো ছুটি পড়ে
হয়না ফিরা বাড়ি
ফিরতে হলে দিতে হবে
সব জমিয়ে পাড়ি।

বিপুলা এ পৃথিবীতে
মা ই আমার সব
আমার মাকে দেখো তুমি
সাত আসমানের রব।