→ বর্ষা
খাদিজা আক্তার
গ্রীষ্মের রুক্ষ খরতাপে সবার প্রাণ মন
ওষ্ঠাগত হয়ে থাকে যখন,
গরমের তীব্রতা, প্রখরতা ভেদ করে
তখনি ঘটে ঠিক বর্ষার আগমন।
জলবতী মেঘের বাতাস নিয়ে
বাংলার সঘন সজল প্রকৃতিতে,
বর্ষার রুপ, রস সৌন্দর্যে বিমোহিত হয়ে
প্রকৃতি সতেজ ও সজীব হয়ে ওঠে।
বর্ষায় চারপাশ মুখরিত থাকে
কদম, কেয়া, কামিনী ও বকুলের সুবাসে।
শিল্পরসিক মন বর্ষার আহ্বানে
অভিভূত হয়ে তাই প্রাণ খুলে হাসে।
বর্ষায় টিনের চালে রিমঝিম বৃষ্টি
করে মনে অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি,
প্রকৃতি ও তাল মিলিয়ে দিয়ে যায় নাড়া
বর্ষার এই রুপ ও বৈচিত্র্যে আমি দিশেহারা