বাাবার ভালোবাসা
খাদিজা আক্তার

বাবা এক উজ্জল নক্ষত্র
লুকিয়ে থাকা আকাশ
যেই আকাশের ভালোবাসা
হয় না কভু প্রকাশ।

নিজের যতো শখ আহ্লাদ
করে না কিছুই পূরণ
বটবৃক্ষের মতো দাঁড়িয়ে
ছায়া দেয় আমরণ।

রোদে পুরে বৃষ্টিতে ভিজে
ছুটে দূর দূরান্তে
কখনো পায়ে কাটা ফুড়ে
মনের ও অজান্তে।

করে না প্রকাশ তাই বুঝিনা
বাবার ভালোবাসা
বাবারা ই তো  আকাশ হয়ে
দেখায় বাঁচার আশা।