→ আয়না ঘর
খাদিজা আক্তার

ভাবনারা দিচ্ছে উঁকি
হয়ে স্বার্থপর
অন্ধকারে রুপ দিয়েছে
বানিয়ে আয়না ঘর।

ইচ্ছেরা জেগেছিলো
দেখবে এ ঘরের আলো
এই কি ছিলো আমার দেখা
স্বপ্নের নিকোষ কালো?

তবে কি এই আয়না ঘরেই
আটকে রাখা হতো
গুম, খুনে হারিয়ে যাওয়া
হকপন্থীরা যতো।

তবে কি এই আয়না ঘরেই
আমার দেশের মানুষ
মৃতের মতো অন্ধকারে
উড়াতো দুঃখের ফানুস।

দুনিয়ার আলো ঢুকতো না ঐ
ভয়াল আয়না ঘরে
চার দেয়ালের একটা কোনায়
থাকতো তারা পরে।

মন চাহিলেও পেতো না হায়
ভালো কোনো খাবার
ভুলে গিয়েছিলো দুনিয়ার আলো
দেখতে পাবে আবার।

তাদের চোখের জলগুলো সব
জমিয়ে রাখতো যদি
ভরতো দেশের খাল-বিল ও
কত শত নদী।