→ আমিহীন দুনিয়া
খাদিজা আক্তার


রাত শেষে ভোর হবে ঠিক প্রতিদিন
সূর্যটা আলো দিয়ে করবে রঙিন
জল কুমুদি বিলের জলে ফুটবে নিতুই
খুশবো ছড়িয়ে যাবে বেলি আর জুই।

নিজস্ব স্থানে রবে সেতারা আকাশে
প্রকৃতি দুল খাবে দক্ষিণা বাতাশে
প্রিয়জন, পরিজন গহন ব্যাথায়
কিছুকাল অশ্রু ফেলে ভুলে যাবে আমায়।

আমিহীন দুনিয়ায় থামবেনা কিছুই
থেমে যাবো আমি সবই চলবে নিতুই
বেড়ে উঠা উঠুনের কিছু কিছু স্মৃতি
আমার লাশের সাথে হয়ে যাবে মাটি।

স্রষ্টার সৃষ্টির এইতো নিয়ম
ছাড়তে হবে বসুধা ও ভূমির চারণ
আমিহীন দুনিয়ায় থাকবো না তো আমি
কেমন হবে ঐ দুনিয়া জানেন অন্তর্যামি।