সবুজের মাঠে ছুটে চলে হাওয়া,
দুলে ওঠে ঘাস, হাসে পথচাওয়া।
রোদের সোনালি আলো পড়ে গায়ে,
নরম ঘাসে পা, সুখ নামে প্রাণে।

গোধূলি ছোঁয়া বিকেল বেলা,
পাখিরা গায় মিষ্টি সুরেলা।
শিশিরে ভেজা সকালের রোদে,
ফুটে ওঠে মাঠ সুখের কদম।

নদীর পাশে শ্যামল ধরা,
দিগন্ত জুড়ে সবুজের ধারা।
শিশুরা হাসে, দৌড়ে যায়,
মাটির ঘ্রাণে মন হারায়।

ওরে সবুজ মাঠ, ওরে প্রাণের ধন,
তোরই কোলে পাই শান্তি অনুক্ষণ।
ক্লান্ত মনকে জুড়িয়ে দিস,
তোরই স্নেহে জীবন হাসে নিশি-দিন।