এখনো আমার মাঝে কোথাও বেঁচে আছে কিছু,
কেঁপে উঠলো হৃৎপিণ্ড তা হঠাৎ..
বুঝলাম বেঁচে আছি..
কিছু এমন মুহূর্ত এখন আমার কাছে, কোথায় ছিলো তা এতোদিন..
এখন আছে সামনে,
একে করবো কি স্পর্শ, মরে যাবো না আঁকড়ে ধরবো তাকে..
বরণ করে নিবো কি এই খুশি,
বেঁচে থাকবো, না হারিয়ে যাবো আমি…???
তপ্ত রদ্রে জ্বলে ছারখার,
মৃত গাছের সেই ছায়া..
অভিমানি শিশুর হাসির তিরস্কার,
বৃষ্টির ছন্দে আজ তা আচ্ছন্ন..
কিছু এমন এ মনে দোলা দিচ্ছে,
কত বসন্তের ঘা আজ শুঁকিয়ে যাচ্ছে..
কিছু এমন ইশারা এই মূহুর্তে..
কোথায় ছিল তা এতোদিন..
এখন আছে সামনে,
খোলা আসমানে ছেড়া সেই ঘুঁড়ি,
ছিলো এই জীবন আমার..
এই আছে তো কাল কোথায় ছিল..
এই ছিলো গল্প আমার..
কোথায় ছিল তা এতোদিন..
এখন আছে সামনে,
একে করবো কি স্পর্শ, মরে যাবো না আঁকড়ে ধরবো তাকে..
বরণ করে নিবো কি এই খুশি,
বেঁচে থাকবো, না হারিয়ে যাবো আমি…???