শুভ্র ভোরে তোমার সামনে দাঁড়িয়ে আছি,
নিষ্পলক ভাবে তুমি তাকিয়ে,
অনেক প্রশ্ন তোমার চোখে, তবুও যে নির্বাক
কম্পমান ঠোট তোমার, নিশ্চুপ হাহাকার ...।
এইত ছিলাম অনেক কাছে, অল্প পথের দূরত্ব,
এইত আমি তোমার পাশে, ভালোবাসার সমূদ্র।।
পারিনি আমি সরে যেতে, পারিনি আমি অশ্রু মুছতে,
তোমায় দেখার লোভ টুকু আজো, পারিনি আমি সামলাতে...।।
জিজ্ঞাসিব না কুশলাদি, দেখাবোনা সেই স্বপ্ন,
মলিন ঠোটে তোমার হাসি, বরষার কিছু লগ্ন,
হাতটি তোমার দাও বারিয়ে, পায়ে পায়ে একটু হাটি,
কতকাল আমরা দারিয়ে আছি, 'কাল' হয়েছে নিয়তি ...।।
চোখের পাতায় আজ নেই কোন বল, আছে শুধু তাকিয়ে,
নির্বাকে দেখো কথা হল কত, ঊষার এই বেলাতে...
অসীমে ওই বাধবো ঘর, এবার তবে চল,
জরিয়ে আমায় কাদছো কেনো, ভালোবাসি বল ...।।