ঘুট ঘুটে অন্ধকার রাত্রীর মতো মিশে যাবো ধূলায় একদিন
থাকবেনা মনে ...
এই বিকেলের পাখি, এই রাত্রীর তারাদের কথা
থাকবেনা মনে,
কোন নারীর আচলে ঘুমিয়েছি পৃথিবী বেলায় |
থাকবেনা মনে ...
কাকে কবে খুন করেছিলাম
কবে খুন হয়েছিলাম...।
সেই সব কবিতার অহেতুক চর্চা,
শ্রেনী সংগ্রামে অসাম্য দুনিয়ায় প্রত্যয় দিন !
জীবাশ্মের কাছে ফিরে যাবো আবার
শুধিতে জীবাশ্মের ঋণ ....