তুমি লাল টিপ পরেছিলে বলে,
অস্তগামী সূর্যটা লাল আভা ধারন করেছিল..
দীঘির শান্ত জলেও ঢেউ এসেছিল..
লাগামহীন ছুটেছিল দমকা বাতাস..
রংও পাল্টালো বুঝি বিশাল আকাশ...!
তুমি লাল টিপ পরেছিলে বলে,
শিস দিতে ভুলে গেল দুষ্ট ছেলের দল,
কেন জানি থেমে গেল সব কোলাহল,
রিকশাওয়ালাও দুই টাকা ভাড়া বেশি চায়নি,
মিস করা ট্রেনেরও আসতে লেট হয়নি....!!
তুমি লাল টিপ পরেছিলে বলে,
আকাশে পাখিদের উড়ে যাওয়া ঝাঁক দেখেছি,
কৃঞ্চচুড়াকে লালে লাল হতে দেখেছি
দেখেছি হাসি তোমার, দেখেছি টিপের হাসি,
শুনেছি তুমি বলেছিলে; তোমায় ভালবাসি।
আটলান্টিকের ঢেউ যখন
ছুঁয়ে যায় আমার নগ্ন পা,
মাথা তুলে আকাশে দেখি
সেই অস্তগামী লিলাভ সূর্যটা..
আজো তুমি লাল টিপ পরেছ
সাথে সেই অস্তগামী সূর্যটা,
আছে দীঘির শান্ত জল
শুধু তোমার পাশে আজ অন্য কেউ,
আমার চোখে জল টলমল....!!!!!!