সাদা মেঘে ছেয়ে গেছে ঐ দূর আকাশ,
নীল বরুনায় রাঙ্গানো জমিনে আজ বৃষ্টির খেলা,
অতি আদুরে কণ্ঠে ডাকছে মেঘ, চাইছে তোমার ছোঁয়া,
ফেরানো ধুপ, আচ্ছন্ন মোহ,
আজ তোমার পথ পানে।
তোমার খেলা, তোমার হাসি, বৃষ্টির সাথে নূপুরের নাচুনি,
তোমার চুরির রিমঝিম, বিদ্যুৎ ঝলকের চাহনি।
একাকী আমি হাত বাড়িয়ে ছুই,
আসবার প্রতীক্ষায় তোমার, ভালোবাসার অন্তর্যামী।
আসবে ...?? আসবে কি তুমি? ধরবে কি হাত আমার,
দেখো এই দাড়িয়ে আমি, হাতে নিয়ে তোমার কাঠবেলী,
আসবে ...?? আসবে কি তুমি...??