আমি জন্মগত কবি,
আমি শিখছি সেই থেকে,
পথের ধারে পড়ে থাকা নুড়ি পাথর,
আর গানের কিছু কলি,
আমি শিখছি, আমি দেখছি,
আমি আজন্ম সেই কবি।।
এই পথের শেষে হয়তো পাবো দেখা,
হয়তো থাকবো বেচে হাজারো হৃদয়ে ...
তবুও পারবো না লুকাতে মায়ের কান্না,
আমি বন্দি এই জালে মাগো,
তোমার অশান্ত ছেলে কবি ...।।
পাথর পাহার করে জয়,
আমি এগিয়েছি, শুনিনি থামার বাণী ...
জয় করে সব ভয়,
দিয়েছি অশ্রু তোমার চোখে,
দেশ মাতাকে দিতে জয় ...
রক্তে ললাট আমার শির মাগো,
আমি আজন্ম থেকে কবি,
আমি যে মা, সীমান্তের সেই অতন্দ্র প্রহরী ...।।।