কিছুটা সামানে এগিয়ে
না হয় তুমি থমকে দাড়ালে,
চোখ মুছে নতুন করে
আবার পা টি সামনে বাড়ালে।
নিন্দুকের লাগি হার না মানো,
কেউ কারো নয়, মন্ত্র টা জানো।
বুক ভরা বিশ্বাস,
দিয়েও পাবে না নিশ্বাস
ওরা কোলাকুলির আড়ালে
বসায় পিঠে  ছুড়ি, সর্বনাশ।
ইতিহাসে ওঠে যারা হিমালয় চূড়া,
মানুষের উপহাস, ভাবে ধুলি ওরা।
লোক মুখে নিন্দা টা শুনে তারা হাসে,
পাগলের প্রলাপে কি বা যায় আসে ।
জীবনের কাব্যটা নিজ হাতে লেখ
পিছে কেন কুকুরের ঘেউ ঘেউ দেখো?