লাশের পর লাশ ফেলিয়া, জমি জমা করে চুরি
সমাজের অই হিংস্র নেতার,অবিরত বাহাদুরি ।
কদিন আগেও ছিলনা তো তার, দু বেলা খাবার ভাত
এখন যে তার গাড়ি বাড়ি আর, কোটিপতি, রাতারাত ।
টেন্ডার বাজি, আর ধান্দা বাজি তে নেতার নাইকো জুড়ি,
হায়েনারা সব প্রকাশ্য ঘোরে, নিয়ে দা কুড়াল আর ছুরি ।
কবরে গেছে এক পা তার, লোভ কমে না আজো
কোথায় আছে গো খাস জমি সব, চামচা রা তা খোঁজো ।
খাইতে খাইতে খেয়ে ফেলে সে, কবর শশ্মানের মাটি
কুকুকের জাত, এত বড় আজ, গরিবের গোস্ত,হাড্ডি চাঁটি ।
বিবেক অন্ধ চক্ষু বন্ধ, ছাড়ে না মা আর বাবা,
অবলীলায় সে সুযোগ বুঝিয়া, বসায় হিংস্র থাবা ।
ফিরে এসো, হে মহান কেহ, উমার খালিদ (রাঃ) হয়ে
ছেঁটে ফেলো সব উদ্ধত শির, ন্যায় বিচারের ছুরি দিয়ে ।