এ বেলা আপন আপন ইচ্ছা স্বপন দেখতে মানা;
সমাজের ঘৃন্যরীতি খড়গ হাতে ফেলবে হানা।
এ বেলা জীবন যাপন পশুর মতন শিঁকল বাধাঁ;
জীবনের সান্ধ্যবেলা অংক প্যাঁচে গোলক ধাঁধা।
আপনার স্বার্থ যেথা আমরা তথায় ভিষণ খুশি;
অপরের গর্ত খুড়ে স্বপ্ন পুঁড়ে আমারা হাসি।
পাথরেও হৃদয় চিরে ঝর্ণা হয়ে বইবে নদী;
তবু এই সমাজ তোমায় রুখবে পথে শিকল বাধি।
কেন এই আধার কালের গন্ধ পচাঁ সমাজরীতি;
মানুষের বড়ই আভাব পরের ব্যাথায় সাম্য-প্রীতি।
কেন ঐ সূর্য কিরণ আপন ঘরে দিচ্ছি তালা;
কি শেখায় বিদ্যাপিঠে ;মানব প্রেমের কর্মশালা।
হৃদয়ের হিংসা অনল; পুড়ল সমাজ প্রান্ত বেলা,
আপনার স্বার্থে বুঝি করছি সকল রঙ্গ লীলা।
মরুতেও গড়লে বাগান নানা ফুলের সুবাস ছড়ায়,
তবু এই সমাজ মাটি সর্প ঘাটি অশ্রু ঝড়ায়।
মানুষের হৃদয় যেন কৃষ্ণ রাতে শ্বশাণ ঘাটি
সহসায় পরের বুকে মারছে ছুরে বর্ষা লাঠি।
আপনার পকেট ভরে; উজার করে পুকুর চুরি,
গরীবের রক্ত ঝড়া; কষ্টে লালন স্বপ্ন চুরি।
কি হবে চিত্র আঁকি, মিথ্যা ফাঁকির ভান্ত বিলাস
গেঁথো না আপন মনে স্বপ্নমালা শিউলি পলাশ।
আজি তাই দিচ্ছে উকি করবে সেকি স্বপ্ন লালন;
প্রেমময় গড়বে সমাজ,থাকবে যেথা মানব মিলন।
(ইনশা---আল্ল-হ)। আমিন।
(আমার কবিতা সম্পাদনার জন্ন্য উদাত্ত আহবান রইল প্রিয় কবিদের)