শিশিরের ঘাসে ভেজা রাঙা প্রভাতে,
কত সুখ ছিল আহা সে কালের শীতে।
সূর্য টা উঁকি দিত খেলে লুকোচুরি,
আগুনের পাশে বসে গুড়ে খাওয়া মুড়ি।
খেজুরের রস ছিল প্রতিদিন চাওয়া,
দুই আনা দিয়ে আহা তাই যেত পাওয়া।
পিঠাপুলি হত কত সকলের গ্রামে,
দুধ পিঠা, ভাপা পিঠা,  কত শত নামে।
সরিষার ফুলে ছিল মাঠ গুলো ভরা,
প্রকৃতির রুপ যেন  যৌবনে  ভরা।
সেদিনের চাদরের
ছিল কত মূল্য,
আজ এই কোট প্যান্ট
নাহি দেই তুল্য।
সেদিনের লেপকাথা
মনে কত স্মৃতি গাথা।
আজ এই শহরের
দামী দামী কম্বল
সুখ নাই সেকালের
বিলাসিতা সম্বল।
ইট আর পাথরের ঘরে যার বসবাস,
বুঝিবে সে কি সে হায়, সে কালের নিশ্বাস।
সেকালের শীতকাল ফিরে যদি আসত
শহরের লোকগুলো মহা সুখে ভাসত।
চলো ফিরে সকলেই দূর কোন গায়ে যাই
যেথা আজো সেকালের শীতকাল খুজে পাই।