নীলাঞ্জনা,
তোমার চোখের জ্বল কেন নোনা?
তুমি কি সইতে পারছনা
লাঞ্ছণা, গঞ্জণা?
তোমার আড়ালে
লোকেরা হেসে কুটি কুটি,
তোমার সীমানায় ভেড়া দিয়েছে,
বিপদ সংকেত খুঁটি,
তুমি আছো বসে মিথ্যা আশায়
কবে যে ভোরের আলোয়
গোলাপের ও কলি
মৃদু হেসে উঠিবে ফুঁটি ।
নীলাঞ্জনা,
তোমার আকাশ, তোমার বাতাস
সাধ্য কার আছে, কাড়ে ?
তোমার রাজ্যে তুমিই রানী
পা দিয়ে রাখো, সব ঘাড়ে ।
তোমার জন্য হয়েছে ধন্য
তোমার গাঁয়ের মাটি,
আঘাতের লাগি আসিলে কেহ
চেপে ধর তার টুটি ।
নীলাঞ্জনা,
তোমার চোখের জ্বল কেন নোনা?
তোমার ই কাছে রয়েছে সবার
জনম জনমের দেনা ।
(পৃথিবির সকল নির্যাতিত নারীর জন্য উৎসর্গ এই কবিতা) ।