কে আমি
         আয়নায় দাঁড়িয়ে হাত দুটি বাড়িয়ে
         অজানায় তাকি রই, সুখ পাখি গেলি কই?
কে আমি
          বাঁচিবার নাহি সাধ, ভেঙ্গে গছে দেহে বাধ
          তবু কেন তাকি রই, কেন এত ব্যথা সই ।
কে আমি
          বুক ভরা কালো ঝড়, কাপে মন থরথর
          তবু কেন আরো আশা, আমি ওহে বানে ভাসা ।
কে আমি
          কেন এত মায়া ঘোর, কোন লাজ নাহি মোর
          বার বার ছুটে যাই, যত দুঃখ ব্যথা পাই ।
কে আমি
          কবে আরো আলো খানি, দিয়ে তার ঝলকানি
          কেটে দিবে কালো রাতি, জালি দিবে সুখ বাতি