আমি তুমি তুমি আমি
দুজনাতে মিশে গেছি
অজানাতে ভেসে গেছি
আজ মোরা দুজনাতে হয়ে একাকার,
চলো ছুটি দূর দেশে
হাত ধরি অবশেষে
নাহি ফিরি প্রাননাশে
জুলুমের কাটা ভরা এই কারাগার।
তুমি আমি আমি তুমি
দুজনাতে কত আশা
স্বপ্ন টা বাধে বাসা
চলো যাই সাথি ঐ নীল আকাশে,
পথ হারা সব নীতি
সমাজের লোক ভীতি
গাহে সবে মায়া গীতি
প্রান যায় বিষে আজ এই বাতাসে।
লোকে শুধু খেলা ছলে
পিষে ওরা পদতলে
দুজনার ই আঁখি জ্বলে
কাটে আজ হাহাকারে নির্ঘুম এ রাত,
কেন তবে আর দেরি
মিছে মায়া ঘরবাড়ি
চলো চলো যাই সব ছাড়ি
সূর্যটা আনে যেথা নূতন ও প্রভাত।