কষ্ট তুমি মহান কেন,
ছাড়ছো না মোর পিছে,
দু হাতে আমি ঠেলছি দুরে
সাথে লেগে গেছে মিছে।
কষ্ট তোমার জেদ কেন এত
থাক না বাবা গো দুরে,
থাকার কি কোন পাও না ঠিকানা
ফিরে আসো ঘুরে ঘুরে।
ছেচড়া তুমি অনেক বড়
বেধেছো বুকেতে বাসা,
কবে তুমি মোরে ছাড়িয়া যাইবে
দেখিব নতুন আশা।
কষ্ট তোমার রং টা কি বলো
ঢাকিতে গো যদি পারি,
অনেক হয়েছে ছেচড়ামি টা
আর এসো না ফিরে বাড়ি।