মোরা নজরুল অনুসারী
যেখানে দেখি গো জালিমের রাজ
গলা টিপে ধরি তার ই ,
মোরা নজরুল অনুসারী।
রক্ষক যেথা ভক্ষক সাঁজে
বেদনার সুর অবিরত বাঁজে
বজ্র নিনাদ হয়ে সেথা যায়
পুড়ে ছাই করে ছাড়ি।
মোরা নজরুল অনুসারী।
যেখানে দেখিব মেঘে ঢাকা শশী
বাজাব হেথায় বিষের ও বাশিঁ
আপন পরের ভেদাভেদ নাই
ভেঙ্গে চুরমার করে ছাড়ি
মোরা নজরুল অনুসারী।
হায়েনারা যেথা সং সাজি থাকে
স্বাধীনতা লুটাতে নয়া ছঁক আকে
অগ্নিবীণার সুর বাজি যাই
টর্নেডো হয়ে ফিরি
মোরা নজরুল অনুসারী।
চোখ বেয়ে যদি পরে কোথা জল
ভাঙিব হাজারো বাঁধার ও শিকল
বিদ্রোহী হয়ে ফিরে আসি তাই
ভুমিকম্পন তুলে ছাড়ি
মোরা নজরুল অনুসারী।
ওঠে গো যদিও সাগরের ঢেউ
খেয়া পারাপার করে ছাড়ি ।
মোরা নজরুল অনুসারী।
(ইনশা---আল্ল-হ)।