মরুভূমি হয়ে গেছে আজি চারিপাশ,
পানি নাই প্রাণহীন লতাপাতা ঘাস।
এইখানে ছিল কভু ফুল ফলে ভরা,
আজ কেন তাপদাহে এলো এই খড়া।
পাখি গুলো পিপাসায় আকাশের দিকে,
তাকি আছে বৃষ্টির আশা আজ ফিকে।
পশুগুলো দলে দলে পিপাসায় মরে,
কেন আজি বৃষ্টির পানি নাহি ঝড়ে।
কার ভুলে কার পাপে আজ এই মরু,
খেসারত দিয়ে চলে লতা পাতা তরু।
তবে কি সে ফিরবে না পাপ খানি ছাড়ি,
এ আকাশ কালো আজ, ঝড় হবে ভারী।
ঝড় যদি আসে তবে বাচিবে কে বলো?
কত জাতি ইতিহাসে জ্বলে ডুবে গেলো।
উঁচু নাই আজ কোন উদ্ধত শির,
কোথা গেলো তারা আজ, কোথা সেই ভীড়?
আজ এই মরুভূমি বৃষ্টির লাগি,
দয়াময়ে ফরিয়াদ, শেষ রাতে জাগি।
ভুল যার ই হয় হউক,  ক্ষমা করো মোরে,
মরুভুমি  সাজি দাও ফুলে ফলে ভরে।