এক হুঙ্কারেই সেদিন মানুষ জীবন দিতে নেমেছিল কেন রাস্তায়
আজ তাঁর সম্মান হচ্ছে উন্মুক্ত বেচাকেনা, নির্লজ্জ, কতটা সস্তায় ।
দেশের শত্রু, ভারতের দালাল নাকি ছিল শেখ মুজিবুরর রহমান,
তবে কেন দালালের ডাকে সাড়া দিয়ে লাখো বাঙ্গালী দিয়েছিল প্রান?
ভারতের দাদাগিরি মানবি না বেশ তো, মানিস না, থাকিস সাবধান,
ঐ দেখ ফিলিস্তিনের জীবন্ত পোড়া ইতিহাসের নাকে ভেসে আসে ঘ্রাণ।
ওরা কখনো চায় না শান্তির নদী প্রবাহিত হউক দেশে দেশে বাধাহীন,
শান্তির পায়রা কে ছুড়েছে গুলি, সে তো রক্তাক্ত বাঁচার আশা বড় ক্ষীণ।
যারা মানুষের জীবন কেনা বেচা করে বুলেট, বোমা আর বারুদের দামে
তোদের দিন রাত কাটে সেজদায়, সেই মনুষ্য নিধনের হায়েনাদের নামে।
শেখ মুজিবুর রহমান দালাল হলে তোরা কোন ফেরেশতা; সাধু বাবা,
ভাগের পাল্লায় কম যদি হয়, দেখা যায় মুখোশের আড়ালের হায়েনার থাবা ।
কুচক্রীর ঘৃণ্য ষড়যন্ত্র, বিভক্তের খেলায় মত্ত, ভারতের সাথে যুদ্ধ লাগেই যদি,
সেখানেও তো আছে কোটি মুসলিম, হালাল কি হবে তবে সে রক্তের নদী ?
আজ মুজিব হয়েছে দালাল, ওরা সব আসমানি নিষ্পাপ ফেরেশতা; খাটি দল
হায়রে সংসদের চেয়ার, তোমার কি মহিমা, ভন্ড সাজে সাধু, নায়ক হয় খল ।