ক্লান্তিরা আজ নিজেরাই ক্লান্ত
ওদেরও নেই কোন ছুটি,
যন্ত্রনার ষোল কলায় পূর্নতা
যেন অবিচ্ছেদ্য কোন জুটি।
মরুভূমিটা যেন বেশিই রুক্ষ
পিপাসাটা করবেই তাড়া,
ক্লান্তির বাড়াবাড়ি অসহ্য বড়
দেহ মন কি দিয়েছি ভাড়া?
কষ্টগুলো বিন্দু বিন্দু ঘামে
কপালের ভাঁজে ভাঁজে জমা,
সুখ পাখিটাও গা ঢাকা দিল
কিছুতেই করবে না সে ক্ষমা।
হঠাৎ উড়ে যায় সাদা বকটি
যেন কেহ ছুড়েছে ঢিল
উড়েই যখন যাবি সুখপাখি
তবে কি দোষ করেছে চিল?
কোথাও কেন নেই সমঝোতা
যত্তসব আইনের কড়াকড়ি,
একটুকুও কি পাবো ভালবাসা?
ভাল্লাগেনা ক্লান্তির বাড়াবাড়ি।