কিভাবে তোমরা পড়াবে আমায়
বন্দীর হাতকড়া,
জন্মই যে হয়েছে  ধরায়,
সিংহ হৃদয়ে গড়া।
দেশটা তোমার বাবার নাকি
আমাকে বলিবে থামো,
এ দেশ সবার কলিজার মা
অধিকার রয়েছে সম।
আমজনতার নেই কোন দাম
তোমার ইচ্ছে হলে,
বেঁচে দিবে দেশ পশ্চিমা কে
আঁতাত তলে তলে?
মনের ইচ্ছা মনেই রাখো
যতই বাধো গো জুটি,
সময়মত দেশের মানুষ
ধরবে চেপে ও টুটি।
তোমার হাতে অস্ত্র আর,
কবির হাতে কলম,
এমন আঘাতে জুটিবে কপালে
খুঁজে পাবে না মলম।
আমিরাকা কে তেল দাও তুমি
আমরা মানি না তাকে
প্রতিবেশিদের ঝগড়া হলেই কি
খুনি, ডাকাত কেউ ডাকে ?
নাটকের মঞ্চ সাজিয়ে তুমি
যতই ধরো না বেশ,
কবিদের কলম আঘাতে তোমার
মুখোশ খুলিবে অবশেষ।
সময় থাকিতে পালাতে পারো
লেজ গুলি সব গুটি,
কবিতার আকাশ বজ্র ফেলিবে
তোমাকে দিবে না ছুটি।