পরম করুণাময় আল্লাহ তায়ালার নামে,
যার পবিত্র নামটি ডানে রেখে, চলে সবাই বামে।
কত জনে কত পথ, উল্টা দিকে চালায় রথ,
জ্ঞান পাপী রা দলে দলে,
নরকের পথে দৌড়ে চলে।
জীবন কাটিয়ে দেয় ভুল ঘানি টানি
পড়ে দেখে না মালিকের শাস্বত বানী
সাড়ে চৌদ্দশো বছর প্রায়, প্রতি টি কথা
কি করে সংস্কার বিহীন, অমিশ্রিত থাকে  যথা?
দুনিয়ার কত রাজা বাদশার আগমন ও পতন,
শক্ত হস্তে কে রাখিল, কুরানের এমনি যতন?
অবিশ্বাসীদের জন্য কি এ এক মহা নিদর্শন নহে?
আজো কি করে দুনিয়া জুড়ে এ কিতাব অক্ষত রহে?
সকল ধর্মের ধার্মিকগন তাকে পাওয়ার সাধনায় রত
কুরানে তিনি বলে দিয়েছেন চলিতে তাহার ইচ্ছেমত
সু-মহান তিনি, স্রষ্টা যিনি, নহে সৃষ্টির মত
আর কত তবে অন্ধকার রবে, ভুল সাধনায় ব্রত।
ভুল করে সব ভাবছে কুরান
শুধু মুসলিমদের জীবন বিধান
সকলের তরে নাজিল করেছেন
আরশের মালিক মহান।
এখুনি সময় ঘোরাও গাড়ি,
নরকের লাগি হয়ো না খড়ি
ছেড়ে দাও সব মানব কল্পিত
স্রষ্টা কে পাওয়ার পথ,
পড়ে দেখো কুরান, বেদ আর গীতা
বাইবেল তাওরাত লেখা আছে সেথা
স্রষ্টা সুমহান অতুলনীয়,
সকল দুর্বলতা থেকে মুক্ত, পবিত্র প্রতিপালক
পবিত্র গ্রন্থগুলি পাতায় পাতায় সাক্ষী দিয়েছে
তাহার একক অস্তিত্বের, তাহার পরিচয়ের ঝলক।