বিসমিল্লাহির রহমানির রহীম
ছোট্ট বেলায়, স্বপ্ন ভেলায়
ছোট্ট কিশোর, স্বপ্নে বিভোর,
ধনীর ধনে, আনবো ছিনে,
দূঃখীর মনে, হাস্য কিনে।
থামবে তুফান, উড়বে নিাশাণ
ভেঙ্গে প্রথা, দূঃখ গাঁথা,
স্ব্প্ন ঘোড়া, রুখবে কারা?
আধাঁর বেঁড়া, ভাঙ্গবো মোরা।
জুলুম প্রথা, ছিন্ন করি,
স্বপ্নে গাথা, সমাজ গড়ি
সূখের সাথে, দূঃখীর পাতে
ধনীও হাতে, থাকবে তাতে।
চোখের জলে, দূঃখীর দিলে
সুপ্ত ব্যাথা, ভাঙ্গতে প্রথা
জন্ম আমার, সূর্য হবার
কালের জুলুম, আঁধার কাঁটার।
ইনশা---আল্লাহ।