এই তো সেদিন দিয়েছি কবর
বেশ কিছুদিন নেই নি খবর
একাকী মায়ের কবর জুড়ে
সবুজ ঘাসে তে ঢাকা,
হঠাৎ করেই চলে গেছে মা
মানুষের ভিড় আজ সারা গা
তবুও কেন লাগে চারিদিক
এখন শুধুই ফাকা।
সফর শেষে ফিরেছি যখন
এসেছিস নাকি ছোট্ট খোকন,
খেয়েছিস নাকি সময় মতন
নিয়েছিস নাকি আপনি যতন
তুই যে আমার মানিক রতন
গভীর রাতেও দরজা খুলে
এমন  দরদী ডাকা।
আজ বিলাসি জীবন খানি
শুকিয়েও গেছে চোখেরও পানি
হারিয়ে গেছে মহা দরদী
স্মৃতিতে পড়েছে ঢাকা।
আজ পরিবার ব্যস্ত অনেক
হয়না সময় অল্প খানেক,
ডুবে আছে সব ভোগে বিলাসি
দরজা টা খোলে কাজের মাসি
আজ বুঝিলাম সত্যিকারে
মাগো,তোমায় কত্ত ভালবাসি।