বন জুড়ে হাহাকার নেই কোন শান্তি
দলে দলে হানাহানি, নেই তাতে ক্লান্তি।
সিংহ টা নেতা তাই, নাই কোন কাজ নাই
বসে বসে খাবে শুধু হুংকার দিয়ে,
পাতি নেতা আন খুঁজে
যেথা পাবি চোখ বুজে
হোক যার ই মাল ধন
আন তোরা চামচাড়া
কেড়েকুড়ে নিয়ে।
এই ভাবে দিন যায়
কেউ বসে ভাবে তাই
দুরে বসে চিন্তায়, আমি রাজা হব ভাই।
যেই ভাবা সেই কাজ, নাহি চোখে কোন লাজ,
ছড়ে দিল দাবানল, নাড়ে সালা কাঠিকল।
বন জুড়ে উল্লাসে, সিংহ টা গেল ভেসে
শিয়ালের জয় হলো উড়ে এসে জুড়ে বসে।
বঞ্চিত পশু দল, পায় নাতো কোন ফল
যারা নাড়ে কাঠিকল, ভোগ করে মধু ফল।
যুগ যুগ ধরে চলে, নাহি কেহ কথা বলে
কোন ভাবে ছলে বলে, প্রজা সব পদতলে।
আজ বনে বাঘ নাই, নিজ মনে চলে তাই
প্রজা সে তো কৃতদাস, চিরদিন হা-হুতাশ।
সাবাস বেটা শিয়াল, সাবাস সাবাস।