যেখানেই দেখি দূর্নীতি আর
ঠকা ঠকানোর খেলা,
ঠকানোই যেন ধর্ম এদের
ঠকবাজেদের মেলা।
অফিস ঠকায় কলম খোচায়
চা মিষ্টি খাবে,
টেবিল তলে প্যাকেট দিলে
সবই জায়েজ হবে।
বাজার ঠকায় ফরমালিনে
কসম কিড়া কেটে,
একটু আগেই এনেছি ভায়া
দেখুন চেটে ঘেটে।
জমি জমার খারিজ অফিস
কুত্তা দিয়ে ভরা
টাকায় জীবন টাকায় মরণ
বাপকেও ছাড়ে না ওরা।
পাসপোর্ট আর ভিসার অফিস
দালাল ঠাসাঠাসি,
মরন পথের যাত্রী যে জন
তার গলাতেও রশি।
সিন্ডিকেটের শূয়র গুলোর
গোডাউনে মারা তালা
দেশের বাজার কব্জা এদের
দেখায় আজব খেলা।
কোন একটা জায়গা তো নাই
ঘুষের খেলা ছাড়া,
ঐ শালারাই দেশের মালিক
জনগণ থাকে ভাড়া।
উচিৎ কথা বলি যখন
ডাকছো আমায় শালা
তাই বলে কি ভাবছো তুমি
মুখে মারবো তালা?