ঘুমন্ত নগরী, নাই অতন্দ্র প্রহরী
যে যেভাবে পারছে
লুট,খুন ধর্ষন,
যখন চাইছে, করছে।
কেউ থাকে দশ তলা
কেউ থাকে গাছতলা,
কেউ কত স্বস্তিতে
কারো ঠাই বস্তিতে।
দিন দিন ব্যবধান
নাই কোন সমাধান,
ঘুমে থাকা নগরী তে
ভেসে যায় নীতি, স্রোতে।
ছিনতাই, মদ, জুয়া
কত প্রান যায় খোয়া
ধর্ষিতার কান্না,
শুনতে কি পান না?
টাকা খেয়ে কেসটা রে
গোডাউনে চাপা পড়ে
শিক্ষিত লোকগুলি
শিক্ষা কে রয় ভুলি
হাত পাতে ঘুষ নিতে
মামলা কে ফেলে পুঁতে।
হায় হায় কি করি
ঘুমন্ত নগরী,
নাই কোন কান্ডারী, চাই অতন্দ্র প্রহরী।