একদা ছিল কত বুক ভরা জল
ছুটে চলা অবিরাম, কল কল ছলছল ।
দুই ধারে কাশবন ফুলে ভরা পাড়,
চকচকে ছিল পানি স্রোতে  ছিল ধার ।
চিক চিক করা বালি,
পাগলাটে ঢেউ,
কি যে রুপ ছিল আহা
আজ ফিরে দাও কেউ ।
ছোট বড় মাছ ছিল
জেলেদের ভিড় ছিল
পারাপারে খেয়া ছিল
গরু ধোয়া ঘাট ছিল
নদী পাড়ে হাট ছিল
পাশে খেলা মাঠ ছিল
ছিল আরো কিশোরের দল বেধে নামা
ভেলা নিয়ে খেলা ছিল, কি বা ফুলে জামা ।
আজ সেই স্মৃতিগুলি চোখে আনে জ্বল,
ফিরে দাও দিন গুলি  ,রাক্ষুসে দল ।
পলিথিন ময়লা তে বিষ কালো পানি
মোর দুঃখ ঘোঁচে না রে, মিছে নীতি বাণী ।
কোটি কোটি টাকা খাও খননের নামে
বিবেকের বেঁচাকেনা, খুবি কম দামে ।
কৃষকের মাঠ খেয়ে, খাও এখন নদী ।
খুলে দাও সব বাঁধ, বহি নিরবধি ।